Blogs & Updates

Go Back

স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শব্দ যা জানা খুবই জরুরি

Author: SANJIR ISLAM DEWAN
Published on: 16/May/2022

Image

নির্দিষ্ট শব্দ যা আমরা যখন স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করি এবং কথা বলি তখন ঘন ঘন ব্যবহার করে থাকি |

মার্কেটের বিশেষজ্ঞ থেকে শুরু করে নবাগত সকলের মুখেই অনেক সময় – স্ট্রাটেজি , চার্টস, ইনডাইসেস এছাড়াও নানা রকম পরিভাষা আমরা শুনে থাকি |

আসুন আমরা পরিচিত হই এই শব্দগুলোর সাথে যা শেয়ার বাজারে প্রায়শই ব্যবহৃত হয়:

১ . বাই : কোনো কোম্পানির শেয়ার অর্থাৎ অংশীদারিত্ব ক্রয় অথবা অবস্থান গ্রহণ |

২. সেল  : আশানরুপ লক্ষ্য অর্জন থেকে লাভ গ্রহণ করা অথবা লস থেকে পরিত্রান পাওয়ার জন্য অংশীদারিত্ব বিক্রয়|

৩. আস্ক : শেয়ার বিক্রেতা তার অংশীদারিত্ব বিক্রয়ের পরিবর্তে যে দাম আশা করে থাকেন |

৪. বিড  : স্টক ক্রয়ের জন্য একজন ক্রেতা যে দাম প্রদানে স্বীকার করেন |

৫. আস্ক – বিড স্প্রেড  : স্প্রেড হলো ট্রেডিংয়ে অংশগ্রহণকারীদের আস্ক ও বিডের মধ্যের পার্থ্যক্য |

৬. বুল : বুল মার্কেট হলো বাজারের এমন সময় যেখানে বিনিয়োগকারীগণ দামের বৃদ্ধির আসা করে থাকে | 

৭. বেয়ার  : বেয়ার মার্কেট হলো বাজারের এমন সময় যেখানে বিনিয়োগকারীগণ দামের পতনের আসা করে থাকে |

৮. লিমিট অর্ডার : এটি একপ্রকার অর্ডারের ধরণ যেখানে সিস্টেমে প্রদানকরা নির্দিষ্ট দামে বাই / সেল এক্সিকিউট হয় |

৯.  মার্কেট অর্ডার :  চলতি মার্কেটের সম্ভাব্য সেরা দামে ছোট জলদি এক্সিকিউট হয়| 

১০. ডে অর্ডার : ব্রোকারকে প্রদান করা একটি অর্ডারের ধরণ – যদি নির্দিষ্ট দিনে সেই দাম এক্সিকিউট না হয় তাহলে সেই অর্ডার অগ্রাহ্য হয়ে যাবে | 

১১. ভোলাটিলিটি : দামের দ্রুত আপ ও ডাউন হওয়ার বিষয়টিকে বোঝায় |

১২. গোয়িং লং : দামের বৃদ্ধির আসতে কম দামে কিনে বেশি দামে বিক্রয় করার কৌশল |

১৩ . অ্যাভারেজিং ডাউন : দামের বৃদ্ধির আশাতে ক্রয় করা হলেও কোন কারণে দামের পতন কেনা দামের থেকেও নিচে চলে যায় | অথবা শর্ট সেলের ক্ষেত্রে দাম পরনের আশায়বিক্রয় করা হলেও দামের বৃওদ্ধি ঘটে যায় |

১৪ .  ক্যাপিটালাইজেশন  : কোনো কোম্পানির ভ্যালু / মূল্য বিচার করার একটি মানদণ্ড |

১৫. ফ্লোট :  ইনসাইডারের সংরক্ষিত শেয়ারের অতিরিক্ত যে স্টকগুলি লেনদেন হওয়ার যোগ্য |

১৬ .অথোরইজড শেয়ারস :   ইনসাইডারের সংরক্ষিত শেয়ারের অতিরিক্ত যে স্টকগুলি লেনদেন হওয়ার যোগ্য | 

১৭ . IPO  : এটি হলো ” ইনিশিয়াল পাবলিক অফার ” যখন কোনো প্রাইভেট কোম্পানি পাবলিক ট্রেডেড কোম্পানিতে রূপান্তর ঘটাতে চলেছে | 

১৮. সেকেন্ডারি অফারিং : আগ্রহী বিনিয়োগকারীদের বেশি পরিমান স্টক বিক্রয় করে টাকা বৃদ্ধির একটি উপায় | 

১৯ . ডিভিডেন্ড  : কোম্পনীর লভ্যাংশ যা শেয়ার হোল্ডারগণ পাওয়ার অধিকারী |

২০. ব্রোকার : বিনিয়োগকারীদের পক্ষ থেকে শেয়ার কেনা বেচা করে থাকে |

২১ . এক্সচেঞ্জ : এই ক্ষেত্রে এক্সচেঞ্জ হলো একটি বিশেষ জায়গা যেখানে বিভিন্ন বিনিয়োগ দ্রব্য ট্রেড হয়ে থাকে |

২২ . পোর্টফোলিও : সামগ্রিক দিক থেকে সংগৃহিত আপনার সকল বিনিয়োগের সমষ্টি |

২৩.মার্জিন : একজন বিনিয়োগকারী ব্রোকারের কাছে মার্জিন অ্যাকাউন্টে টাকা গচ্ছিত রাখে শেয়ার ক্রয় করার জন্য |

২৪. সেক্টর : এক খাতে শেয়ারের একটি গ্রুপ|

২৫. স্টকস সিম্বল  : দুই বা ততোধিক আলফাবেট ও কিছু ক্ষেত্রে নাম্বারের সমষ্টিগত চিহ্ন যার দ্বারা এক্সচেঞ্জ কোনো স্টককে সনাক্ত করে থাকে |



Tags: Stock Market Related Some Important Points 
Go Back